Post# 1500855862

24-Jul-2017 6:24 am


আয়রন ক্যপসুল ঔষধে আয়রন আছে তাই চুম্বক ধরলে টানে।

অবাক হবার কি হলো? অন্য কম্পানির ঔষধে এরকম টানে না? ওগুলোতে আয়রন আছে কিনা সেটা আগে খবর নিতে হবে।

এখানে আসল প্রশ্ন হলো : সব লোহা চুম্বকে টানে না। চুম্বকে টানলেই সেই লোহা খাওয়া বিপদজনক হবে?

নেটে সার্চ করে দেখলাম -- না। খাওয়া যায়, এবং এটাই স্বাভাবিক।

কোনো ভিডিও ভাইরাল এবং ইমোশোনাল হলেই এর অর্থ এই না যে সেটা নিয়ে আমাদের কনসার্নড হবার কারন আছে।

When in doubt, google.

    Comments:
  • কভার করা হয় নি --
  • সব লোহা চুম্বকে টানে না কথাটা ঠিক না। বরং এলয় হলে....

24-Jul-2017 6:24 am

Published
24-Jul-2017