Post# 1500854225

24-Jul-2017 5:57 am


যাদের মুখে ব্রোন হয়। এটা ব্যকটেরিয়াল ইনফেকশন থেকে হয়। এন্টিবায়োটিক খেলে সেরে যাবে।

কিন্তু সারা বছর ধরে তো আর এন্টিবায়োটিক খেতে পারবেন না।

এর জন্য বিছানার চাদর আর বালিশের কভার প্রতিদিন ধুতে হবে। ইনফেকশনটা আসে বালিশে মুখ লাগিয়ে ঘুমানোর সময় মেজরলি।

প্রতিদিন চাদর ধোয়া সম্ভব না হলে। একটা তোয়েলা রাখতে হবে যেটা বালিশের উপর বিছিয়ে শুবেন। তোয়ালেটা প্রতিদিন ধুতে হবে।

এতটুকু করলেও ব্রোন ৯০% কমে যাবে ইনশাল্লাহ।

    Comments:
  • আমি শুনেছি এমন ভাবে যে দুজন স্বামি স্ত্রী ছিলো। একজন রান্না করে অন্যজনকে খাওয়াতো। এর পর ...

24-Jul-2017 5:57 am

Published
24-Jul-2017