শেখার সময়,
"একটা আয়াত বেশ কঠিন, সময় লাগছে, লম্বা। এর পরেরগুলো সহজ।"
এক্ষেত্রেও কঠিনটা ভালোমত শিক্ষা না করে পরের আয়াত শিখতে যাবো না। যদিও অনেক সময় লাগবে, এখানে আটকে থাকবো, সারা দিন লাগবে। এর পরও।
নিজের ভয়ের মুখোমুখি হতে হবে। তাহলে ভয় কেটে যাবে। কিন্তু এড়িয়ে গেলে সবসময় এড়িয়ে যাবার একটা ট্রেন্ড থাকবে। কাজ অগোছালো হবে।
ঠিক তেমন এক পৃষ্ঠা ভালো মত শেষ না হলে পরের পৃষ্ঠায় যাবো না। "পৃষ্ঠার শেষ দুই আয়াত একটু কঠিন পরে শিখবো" -- এরকম যেন না হয়।
কঠিনগুলোর পেছনে সময় দিতে হবে, অনেক সময়।
এবং এটা সহজগুলোতে যাবার আগেই।
- Comments:
- দিয়ে দিয়েছি, জাজাকাল্লাহ।