৬:২৪
انظُرْ كَيْفَ كَذَبُواْ عَلَى أَنفُسِهِمْ
وَضَلَّ عَنْهُم مَّا كَانُواْ يَفْتَرُونَ
দেখেন কিভাবে তারা নিজেদের নিয়ে মিথ্যা বলছে।
তাদের থেকে সরে গিয়েছে আগের বানোয়াট কথা।
শব্দ,
দাল্লা ضَلَّ : সরে যাওয়া। পথ হারানো।
ফাতর فْتَرُ : আগের আয়াতে এসেছে। বানোয়াট, অপবাদ।
- Comments:
- অপ্রয়োজনীয় কমেন্টগুলো মুছে দিচ্ছি। দুঃখিত।
মুসা আঃ নীল নদ না, বরং লোহিত সাগর পার হয়েছিলেন এটা আমি জানি। কিন্তু যাদের উদ্দেশ্যে এই স্টেটাসটা লিখেছি তারা জানে না। এজন্য এভাবেই রাখতে হচ্ছে। এবং এই ধরনের ভূলগুলো ব্যখ্যা করা এই স্টেটাসের উদ্যেশ্য না। - বাংলাদেশীদের নাকি হোটেল মালিকরা থাকতে দেয় না?