জেরুজালেম,
মুসা আ: মিশর থেকে ইহুদিদের নিয়ে নীল নদ পার হন। ইহুদিরা এর পর জেরুজালেম দখল করে সেখানে বসতি করে।
সোলায়মান আ: সেখানে মসজিদ তৈরি করে দেন।
আল্লাহ তায়ালা ইহুদিদের পাপের জন্য অভিশপ্ত করেন। ইরাকের বেবিলনের এক বাদশাহ জেরুজালেমের মসজিদ ধ্বংশ করে সমস্ত ইহুদিদের বন্ধি করে বেবিলনে নিয়ে যান। তখন ইহুদিদের ১২টা জাতির মাঝে ১০টা ছিলো। বাকি দুইটা এর আগে হারিয়ে গিয়েছে।
এর পাচশত বছর বছর পরে ইরানের বাদশাহ করুনা করে আবার জেরুজালেমে তাদের উপসনালয় করে দেন। ৫০ বছর টিকে। এর পর রোমানরা আক্রমন করে এটা ধ্বংশ করে দেয়।
ইহুদিরা রোমানদের সাথে মিশে ইউরোপে ছড়িয়ে পড়ে।
অভীশপ্ত অবস্থায় তারা ২০০০ বছর কাটায়। এর পর ১৯০০ সালে বৃটিশরা তাদের জেরুজালেম কাছে ফিলিস্তিনে আবার প্রতিষ্ঠিত করে। নাম দেয় ইজরাইল।
১৯৭০ এর কয়েক বছর আগে আরবরা ইজরাইলের সাথে যুদ্ধে নামে। ১ সপ্তাহের যুদ্ধে আরবরা পরাজিত হয়।
ইজরাইল মিশর থেকে বিশাল জায়গা দখল করে। যেখানে গাজা আর তুর পাহাড়।
সিরিয়া থেকে কিছু জায়গা দখল করে, গোলান উপত্যকা।
আর জরডানের কিছু জায়গা দখল করে, যেখানে জেরুজালেম আর মসজিদুল আকসা।
#HabibMiddleEast