সব থমকে আছে।
Love it hate it, একটা সময়ে এসে আমরা দাড়িয়েছি।
এর পর জেরুজালেম।
যুদ্ধ চলছে জেনারেশনের পর জেনারেশন। ৭০ এর দশকের যে ছবিতে আট বছরের ছেলে ট্যংকের সামনে দাড়িয়ে পাথর ছুড়ছিলো সে হয়তো এখন বৃদ্ধ।
একের পর এক নতুন জেনারেশন এসেছে।
লিডে ছিলো কমুনিস্টরা। এর পর আসলো সেকুলার পিএলও। এখন হামাস, ইসলামি চেতনা।
ক্লাস থ্রিতে পড়তাম।
স্যার এসে বলেন আজকে মুসলিমদের আল আকসা মসজিদ হারানোর দিন। ইতিহাস বললেন। ঘোষনা দিলেন আবার আমরা এটা ফিরিয়ে নেবো। কনফিডেন্ট, কিছুটা ইমোশানাল।
অনেক সময় পার হয়েছে এর পর।
#HabibMiddleEast