শেখার সময় অর্থ আর এর পেছনের ইমোশনে ফোকাস দিয়ে তিলওয়াত করতে হবে। যেন অন্তরে দেখতে পারছেন ঐ নবী যেন উনার কওমের কাছে দাড়িয়ে আবেগ দিয়ে কথাগুলো বলছেন।
মাখরাজ বা টানের দিকে ফোকাস যাবে না। এগুলো এমনি আসবে।
______
যে তিলওয়াতটা শেয়ার করছি এটা শুনলে বুঝতে পারবেন যে তিলওয়াতকারী অর্থ বুঝে উনার টোন উচু নিচু করছেন। কোনো শব্দতে এমফেসাইজ করছেন, ভয় পাচ্ছেন। এরকম।
অর্থ না বুঝে যে পড়ে, তার তিলওয়াতে এটা আসে না যদিও তিলওয়াত সহি।
______
তিলওয়াত দুই রকম আছে। একটা এমন যেন কোনো প্রেমিক তার প্রেমিকার জন্য আবেগে কান্না করছে। এরকম তিলওয়াত অপছন্দনীয়।
দ্বিতীয়টা হলো, এমন যে, কোনো লোক যেন তার কওমের কাছে এসে তাদেরকে একটা বিপদ সম্পর্কে সাবধান করছে, "ভাই হুশিয়ার, ভুমিকম্প আসছে। এই দালান কোঠা সব ভেঙ্গে পড়বে।" এই আবেগ পছন্দনীয়।
আল্লাহ তায়ালা আমাদের অহংকারীদের অন্তর্ভুক্ত হওয়া থেকে রক্ষা করুন।