৬:২১
وَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَى عَلَى اللّهِ كَذِبًا
أَوْ كَذَّبَ بِآيَاتِهِ
إِنَّهُ لاَ يُفْلِحُ الظَّالِمُونَ
তার থেকে বড় জালিম কে আছে, যে আল্লাহর উপর মিথ্যা অপবাদ দেয়?
অথবা উনার আয়াতকে মিথ্যা বলে?
জালেমদের উনি সফল করেন না।
শব্দ,
ইফাতারা افْتَرَى : অপবাদ দেয়া। মনে রাখার জন্য ফাতরা-অপবাদ।
ফালাহ يُفْلِحُ : সফল। فلح থেকে। আরবীতে চাষীও একই শব্দ। "সফল চাষী" মনে রাখার জন্য। লাঙ্গলের "ফলা" আরেকটা mnemonic.
আরবী কোনো শব্দের আগে ইউ يُ বসলে এটা active এর বদলে passive হয়ে যায়। যেমন يُفْلِحُ তাকে সফল করা হয়। তবে আমরা গ্রামার খুব বেশি কভার করবো না। কথা বাড়বে বলে।