৬:২০
الَّذِينَ آتَيْنَاهُمُ الْكِتَابَ يَعْرِفُونَهُ كَمَا يَعْرِفُونَ أَبْنَاءهُمُ
الَّذِينَ خَسِرُواْ أَنفُسَهُمْ فَهُمْ لاَ يُؤْمِنُونَ
যাদের আমি কিতাব দিয়েছি তারা এমন করে কিতাব চিনে, যেমন তাদের সন্তানদের চিনে।
যারা নিজেদের ক্ষতি করেছে তারা বিশ্বাস করবে না।
শব্দ,
আবনা' أَبْنَاء : সন্তানরা।
খাসিরু : خسر থেকে। ক্ষতি, হারানো। আমি ক্ষতি লিখছি কারন খাসারা-ক্ষতি এভাবে মনে রাখা সহজ।
এই আয়াতের দ্বিতীয় লাইনটা আগের পৃষ্ঠাতে এসেছে।
এরকম প্রথম লাইনটাও অন্যান্য সুরাতে এসেছে।