৬:১৯
قُلْ أَيُّ شَيْءٍ أَكْبَرُ شَهَادةً
বলুন, সবচেয়ে বড় সাক্ষি কি?
قُلِ اللّهِ شَهِيدٌ بِيْنِي وَبَيْنَكُمْ
বলে দিন, আমার আর তোমাদের মাঝে সাক্ষি আল্লাহ
وَأُوحِيَ إِلَيَّ هَذَا الْقُرْآنُ لأُنذِرَكُم بِهِ وَمَن بَلَغَ
আমাকে এই কোরআন ওহি পাঠিয়েছেন যেন এ দিয়ে তোমাদেরকে সাবধান করি, আর যার কাছে তা পৌছে।
أَئِنَّكُمْ لَتَشْهَدُونَ أَنَّ مَعَ اللّهِ آلِهَةً أُخْرَى
তোমরা কি সাক্ষি দিচ্ছ আল্লাহর সাথে অন্য ইলাহ আছে?
قُل لاَّ أَشْهَدُ
বলুন, এই সাক্ষি আমি দেবো না।
قُلْ إِنَّمَا هُوَ إِلَـهٌ وَاحِدٌ
বলে দিন, বরং উনি একমাত্র ইলাহ!
وَإِنَّنِي بَرِيءٌ مِّمَّا تُشْرِكُونَ
আর আমি তোমাদের শিরক থেকে মুক্ত।
শব্দ,
বারি بَرِيءٌ : মুক্ত। খুবই কমন শব্দ।
বালাগ بَلَغَ : পৌছা। মনে রাখার জন্য "বালেগ হওয়া", পূর্ন বয়সে পৌছা।
লম্বা আয়াত, কিন্তু একদম সহজ। কঠিন কোনো শব্দ বা বাক্য গঠন নেই। কয়েকবার অর্থ বুঝে শুনলে মনে বসে যাবে ইনশাল্লাহ।
- Comments:
- ফজরের সময় প্রতিদিন ৩০ মিনিট রেগুলার দিতে হবে আসাদ ভাই। পারলে এটা ফজরের জামাতের আগে। আরো বেশি ইফেকটিভ।