আরব আর্মিদের দুর্বলতা,
১। ক্ষমতাসীনরা সেনাবাহিনীকে বেশি ট্রেনিং দিতে চায় না। কারন সেনাবাহিনী আবার ক্ষমতা দখল করে বসে কিনা এই ভয়ে।
২। সেনাবাহিনীর অফিসার পোষ্টগুলোতে সবচেয়ে সাহসী সৈনিকের বদলে নিজের দলের ভীতু কিন্তু বিশ্বস্ত লোকদের বসায়। এরা যুদ্ধের সময়ে সৈনিকদের ফেলে পলায়। সৈনিকরা মরালিটি হারিয়ে ফেলে।
৩। আধুনিক সমরাস্ত্র চালাতে-রিপেয়ার করতে হলে ক্রিয়েটিভ হতে হয়। কিন্তু আরবরা ক্রিয়েটিভিটিকে নিরুৎসাহিত করে। কোনো সৈন্য বেশি ক্রিয়েটইভ হলে তাকে সরিয়ে দেয়া হয়। তারা মুখস্ততে জোর দেয় বেশি।
৪। ইন্টেলিজেন্স এবং শত্রুদের তথ্য টপ বসদের দিলে, অন্য কাউকে সেটা সে বলে না। নিজের কাছে রাখে। নিচের সৈন্যরাও টপ বসদের শত্রুদের তথ্য জানায় না।
৫। সেনাবাহিনির মাঠের দলগুলো স্বিদ্ধান্ত নিয়ে দ্রুত স্বাধিন ভাবে কাজ করার অনুমতি নেই। সব কিছু উপর থেকে অনুমতির জন্য অপেক্ষা করতে হয়।
______
অথচ এরাই একসময়ে বিশ্ব জয় করতো। সমস্যা কি হয়েছে?
সবচেয়ে বড় সমস্যা -- নেতা নেই।
ইসলামিক উদ্যেশ্য হারিয়ে ফেলেছে। তাই একে-অপরের বিশ্বাসও হারিয়ে ফেলেছে।
যুদ্ধ এখন শুধু ক্ষমতার জন্য।