Post# 1500626718

21-Jul-2017 2:45 pm


যুক্তি-পাল্টা যুক্তি


মনে করেন আপনি একটা মাজার দিয়ে মাজারে দানের টাকা নেয়ার ব্যবসা করছে। কেউ একজন তার বিরোধিতা করলো।

তাকে আপনি কি করে ডিসক্রেডিট করবেন?

তার নিয়ম। Straw man argument.

১ম ধাপ:
বলতে হবে, "আমরা মোজাদ্দেদি তরিকার অনুসারী। আমাদের যে বিরোধিতা করে সে মোজাদ্দেদে আলফে সানির বিরোধী।"

২য় ধাপ,
এর পর তাকে ট্যগ দিতে হবে "তারা আলফেসানী বিদ্বেষী।"

৩য় ধাপ,
বলবেন, আকবরের দ্বীনে ইলাহীর সাপোর্টার ছাড়া আর কেউ মুজাদ্দেদি আলফেসানীর বিরোধিতা করতে পারে না। এই সব লোক হলো দ্বিনে ইলাহী পন্থি। মুানাফেক কাফের।

যদি বলে,
"ভাই আমি তো শুধু আপনার মাজার ব্যবসার বিরোধিতা করেছিলাম!"
"ঐতো সে থেকেই প্রামান দিলাম আপনি দ্বিনে ইলাহীর অনুসারী। দলিল উপরে।"


দ্বিতীয় উদাহরন,

কেউ বললো "মুসলিমে মুসলিমে যখন যুদ্ধ হয় সেটা ফিতনা। তখন আমি কাউকে সাপোর্ট করি না।"

উপরের নিয়মে তাকে ডিসক্রেডিট করতে পারবেন? Straw man argument.

Tips,
১ম ধাপ: সে ফিলিস্তিন এবং কাশ্মিরের মুজাহিদদের বিরোধিতা করছে।
২য় ধাপ: এরা মুজাহিদ বিদ্বেষী।
৩য় ধাপ: তারা রেন্ড-ইহুদি পন্থি।

"ভাই আমি তো শুধু বলেছিলাম মুসলিমে-মুসলিমে যুদ্ধের বিরুদ্ধে।"
"ঐতো সে থেকেই প্রমান দিলাম আপনি রেন্ড-ইহুদিদের দালাল। দলিল উপরে।"


এখন এর বিরুদ্ধে ডিফেন্স কি?

প্রথমতঃ নিজেকে ডিফেন্ড না করা। নিজেকে ডিফেন্ড করলে সবাই ধরে নিবে আপনি হয়তো কোনো দোষ করেছেন। এখন যুক্তি প্রমান খুজছেন। অধিকাংশ মানুষ সহজ সরল, জটিল জিনিস বুঝে না।

দ্বিতীয়তঃ State your position and be yourself. সব মতের সাথে তর্ক করে জীবন কাটালে আপনার জীবন ব্যর্থ। এবং সম্ভবতঃ আপনি ভুল পথে আছেন। Which is why you are seeking validation.

তৃতীয়তঃ নিন্দা মুমিনকে বিচলিত করা উচিৎ না। বরং প্রশংসা তাকে বিচলিত করা উচিৎ। Keep that in mind.

Note to self.

    Comments:
  • ভালো টার্ম। এটা উপরে দিয়ে দিচ্ছি :-)

21-Jul-2017 2:45 pm

Published
21-Jul-2017