চার রাকাত নামাজে দেরিতে এসে ২য় রাকাত পেলাম। শেষে ভুলে গেলাম যে দাড়িয়ে আরো এক রাকাত পড়তে হবে। ভুলে ইমামের সাথে দুই দিকেই সালাম ফিরিয়ে ফেললাম। আবার নামাজ পড়তে হবে?
না। নামাজ ভাঙ্গার মত কোনো কাজ যদি সালাম ফিরানোর পর না করি তবে মনে পড়ার পর সংগে সংগে দাড়িয়ে বাকি রাকাত পড়ে, শেষ বৈঠকে সহু সিজদা দিতে হবে।
যদিও আমি এর আগে দুই দিকেই সালাম ফিরিয়েছিলাম।