Post# 1500564282

20-Jul-2017 9:24 pm


"ভাই আমি তিলওয়াতটা অনেকবার করে শুনেছি। এর পর কি করবো? উনার মত তিলওয়াতের চেষ্টা করবো?"

উত্তর, না।
বরং এর পর এইভাবে করবেন,

প্রথমে মুসহাফ/কোরআন শরিফ নিয়ে বসেন।
দেখে দেখে প্রথম শব্দটা স্পষ্ট করে কয়েকবার পড়েন, ধীরে।
ওটা শিখা হয়ে গেলে, এর পরের শব্দটাও ধীরে আলাদা করে শিখেন।

পরের বা আগের শব্দের (word) সাথে মিলাবেন না। প্রতিটা শব্দ আলাদা।
মিমবা'দি না। বরং "মিন" এর পর "বা'দি"।

সুর করে পড়বেন না, কিন্তু টান উচ্চারন ঠিক রাখতে হবে।

আয়াতের সবগুলো শব্দ একটা একটা করে শিখা হয়ে গেলে এর পর চেক করেন না দেখে প্রতিটা শব্দ আলাদা আলাদা করে উচ্চারন করে পড়তে পারেন কিনা।
ধীরে ধীরে।
পারলে, এর পর আস্তে আস্তে একটা শব্দের সাথে অন্যটা মিলিয়ে ধীরে তিলওয়াতের মত পড়েন।

এর পর আরো প্রেকটিশ করতে থাকলে আস্তে আস্তে স্পিড উঠবে।
তবে দ্রুত পড়ার মাঝে এক্সপার্টনেস বুঝায় না।
এক্সপার্ট হলো যে ধীরে তিলওয়াত করতে পারে।

এর পর একসময় দেখবেন এই তিলওয়াতকারীর মত পড়তে পারছেন, ইনশাল্লাহ।

20-Jul-2017 9:24 pm

Published
20-Jul-2017