সুরা আল-আনআমের দ্বিতীয় পৃষ্ঠা শেষ হয়েছে।
সপ্তাহ পূর্ন হবার আগে আমরা নতুন আর কিছু শিখবো না। শুধু আগেরটা চর্চা।
১ম পৃষ্ঠাটা প্রথম যখন শিখছিলাম আটকে যাওয়া স্বাভাবিক।
গত তিন দিনের প্রেকটিশে ১ম পৃষ্ঠা এখন ঠিক হয়ে যাবার কথা।
এখন নামাজে প্রথম পৃষ্ঠা পড়তে হবে।
পারলে এর পর দ্বিতীয় সপ্তাহে সামনে আগানো, ইনশাল্লাহ।
এভাবে সপ্তাহে দুই পৃষ্ঠা।
সহি আছে কিনা এটা চেক করার জন্য আপনার বাচ্চাকে যে হুজুর পড়ায় তার কাছে শুনাতে হবে। ১০ পৃষ্ঠা শেখার পর।
এভাবে সারা বছর না। বরং ছয় মাস পড়ে বিরতি দিতে হবে। এর পর বছরের বাকি ছয় মাস শুধু রিভিউ, নতুন কিছু না শিখে।
যতদূর আল্লাহ তায়ালা নেন।