Post# 1500541059

20-Jul-2017 2:57 pm


সত্যিকার অর্থে আমার মেমোরি একেবারে dull.
নিজের মোবাইল নম্বরটা মনে রাখতে পারি না। মোবাইল খুলে বলতে হয়।
কারো নাম শুনলে, কথা শেষ হবার আগেই নামটা আবার ভুলে যাই।
বায়োলজিতে গোল্লা খেতাম কারন মুখস্ত থাকতো না।

আমার মত আম-পাবলিক কি করে কোরআন শরিফ শিখবেন সেটা:

পড়তে না পরলে,
শিখে নিন। ৬ মাস লাগবে শিখতে, ৬ মাস প্রেকটিশ করতে।

এর পর কোরআন শরিফের আরবীটা শিখে নিন।
১ বছর লাগবে।

20-Jul-2017 2:57 pm

Published
20-Jul-2017