১৬
مَّن يُصْرَفْ عَنْهُ يَوْمَئِذٍ فَقَدْ رَحِمَهُ
وَذَلِكَ الْفَوْزُ الْمُبِينُ
সেদিন যাকে পার করা হবে, তার উপর রহম করা হলো।
এটাই পরিষ্কার বিজয়।
অর্থ,
ইউসরাফ : পার করা, সরিয়ে নেয়া। আরবীতে সাররাফ বলে money changer দের। বদলাবদলি। একই root word. মনে রাখার জন্য।
ফাউজুন : বিজয়। বাংলা সেনা-ফৌজ থেকে মনে রাখতে পারবেন। বিজয়ি।