ইনবক্সের উত্তর,
"এখন কি করবো? কিছু নসিহা করেন।"
উত্তর,
১। পাচ ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে পড়া।
২। রেগুলার তাহাজ্জুদ পড়া। অল্প হলেও। রাত ১টা থেকে ফজর পর্যন্ত সময়।
৩। সকালে সন্ধায় তসবিহাত-দোয়া পড়া।
৪। প্রতিদিন কোরআন শরিফের চর্চা করা।
৫। ওজুর সাথে মেছওয়াক করা।
এতটুকু রেগুলার করতে দেখবেন অনেক কষ্ট হচ্ছে। এর পরও করতে হবে।
আল্লাহ তায়ালা আমাদের জন্য সহজ করুন।
জাজাকাল্লাহ।