Basic Arabic
am, is, are, was, were এগুলোকে ইংরেজিতে বলে verb to be. সবগুলোর অর্থ এক। কিন্তু কখন-কয়জন এইসব বুঝিয়ে বিভিন্ন রূপ নেয়।
আরবীতে এর শব্দ হলো كان
এটা বিভিন্ন রকম ভাবে লিখা হতে পারে নিচের অবস্থার কারেন/
কখন?
দুটো হতে পারে: Past অথবা Future = ২
কয়জন?
তিন রকম হতে পারে: ১ জন, ২ জন, বহু জন = ৩
কে?
তিন রকম হতে পারে: আমি, তুমি, সে = ৩
Gender?
দুই রকম হতে পারে: ছেলে, মেয়ে = ২
এর উপর ভিত্তি করে কানা, কানু, কুনতা, কুনতি এরকম হবে।
কানা এর past tense এর রূপগুলো দেয়া হলো এই ছবিতে।
এর বাইরে future tense শিখতে হবে আলাদা করে।