Post# 1500460840

19-Jul-2017 4:40 pm


১৪

قُلْ أَغَيْرَ اللّهِ أَتَّخِذُ وَلِيًّا
বলে দিন, আমি কি আল্লাহকে বাদ দিয়ে রক্ষক নিবো?

فَاطِرِ السَّمَاوَاتِ وَالأَرْضِ
উনি আসমান জমিনের প্রতিষ্ঠাতা!

وَهُوَ يُطْعِمُ وَلاَ يُطْعَمُ
উনি খাওয়ান, উনাকে খাওয়ায় না।

قُلْ إِنِّيَ أُمِرْتُ أَنْ أَكُونَ أَوَّلَ مَنْ أَسْلَمَ
বলে দিন, আমাকে আদেশ করা হয়েছে, যেন আমি প্রথম অনুগত হই!

وَلاَ تَكُونَنَّ مِنَ الْمُشْرِكَينَ
আপনি মুশরিকদের কেউ হবেন না।

শব্দ,
ওলি : বন্ধু। বিয়ের সময় ওলি অর্থ অভিভাবক।

ফাতির : সৃষ্টি। ইফতার, ফেতরা এগুলোও একই মূল যদিও বুঝায় ভাঙ্গা। আমি ধরে নেই to open এর কাছাকাছি কিছু। এর উপর দীর্ঘ তফসির বইয়ে পাবেন।

খাওয়া-খাওয়ানো : يُطْعِمُ - يُطْعَمُ গ্রামাটিক্যল রুল। এখানে আলোচনা টানছি না। ঝালাই করে নিতে পারবেন।

19-Jul-2017 4:40 pm

Published
19-Jul-2017