Post# 1500455118

19-Jul-2017 3:05 pm


বাচ্চাদের শেখা vs বড়দের শেখা।

কিছু পার্থক্য আছে। বাচ্চারা brute force শিখে ফেলতে পারে। বড়রা concept টা শেখে।

ছোটবেলা যখন বাপুরাম সাপুড়ে শিখেছিলাম, তখন এর এক বর্ন অর্থ বুঝতাম না। তার পরও মুখস্ত ছিলো। ক্লাস ৪-৫ এ উঠে বুঝেছি ও অর্থ এই ছিলো? একটা সাপ নিয়ে?

১০ বছরের বাচ্চা যে মাদ্রসায় হিফজ করে সে আরবী কিছু বুঝে না। তার পরও সে সব মুখস্ত করে ফেলতে পারবে। কিন্তু আপনি বা আমি এভাবে পারবো না।

এজন্য প্রথমে আরবী ভাষাটা শিখতে হবে। word forms, sentence formation rules এগুলো জানা প্রয়োজন।

একবার এগুলো জেনে ফেললে, দেখবেন শেখাটা অনেক সহজ হয়ে গিয়েছে। কথা, বর্ননা বা কাহিনি মনে রাখার মত।

আরবদের হিফজ করা অনেক সহজ, কারন আরবী ভাষাটা তাদের জানা আছে। আমাদের বাচ্চাদের একটু বেশি সময় লাগে। আরবদের বাচ্চারা সাধারন ভাবে ৯ মাসে হিফজ করে। তাদের বয়স্কদেরও ২ বছরের বেশি লাগে না।

19-Jul-2017 3:05 pm

Published
19-Jul-2017