Post# 1500424676

19-Jul-2017 6:37 am


আয়াত - ১২
قُل لِّمَن مَّا فِي السَّمَاوَاتِ وَالأَرْضِ
قُل لِلّهِ
كَتَبَ عَلَى نَفْسِهِ الرَّحْمَةَ
لَيَجْمَعَنَّكُمْ إِلَى يَوْمِ الْقِيَامَةِ لاَ رَيْبَ فِيهِ
الَّذِينَ خَسِرُواْ أَنفُسَهُمْ فَهُمْ لاَ يُؤْمِنُونَ

বলে দিন, আকাশে-জমিনে যা আছে এগুলো কার?
বলেন, আল্লাহর!
উনি নিজের নফসের উপর রহমত লিখেছেন।
তোমাদের একত্রিত করবেন কিয়ামতের দিন, এতে সন্দেহ নেই।
যারা নিজেদের ক্ষতি করেছে তারা বিশ্বাস করবে না।

কমন শব্দ,
খাসিরু : ক্ষতি। বার বার আসবে। কাফেরদের ব্যপারে।
ইজমায়ান্না : মূল শব্দ جمع জমা করা। একত্রিত করবেন। বাংলা-আরবী একই শব্দ।

আয়াতটা একটু লম্বা হলেও এতে নতুন কোনো শব্দ নেই। শব্দ বিন্যাস খেয়াল রাখতে হবে। এর জন্য বার বার শুনা-পড়া।

#HabibAnam

    Comments:
  • পলিটিক্যলি কারেক্ট থাকার জন্য চামড়ার রং উল্টো করে ফেলেছে।

19-Jul-2017 6:37 am

Published
19-Jul-2017