Post# 1500369890

18-Jul-2017 3:24 pm


আয়াত - ১০
وَلَقَدِ اسْتُهْزِئَ بِرُسُلٍ مِّن قَبْلِكَ
فَحَاقَ بِالَّذِينَ سَخِرُواْ مِنْهُم مَّا كَانُواْ بِهِ يَسْتَهْزِئُونَ

আপনার আগের রাসুলদের নিয়েও হাসাহাসি হতো।
এর পর ব্যঙ্গকারীদের কথাই ব্যঙ্গকারীদের ঘিরে ফেলে।

নতুন শব্দ,
হাকা : মূল শব্দ حوق ঘিরে ফেলা। এর সাথে "হক" বা সত্য এর পার্থক্য হলো হক এর উপর তাশদিদ থাকে, হককা।

পুরানো শব্দ,
ইসতাহযিয়ু : আগের পাতায় এসেছে। হাসাহাসি করা, ব্যঙ্গ করা।
সাখিরু : এর অর্থও ব্যঙ্গ করা।

দুই শব্দের পার্থক্যের জন্য তফসির। আমরা মোটামুটি অর্থ বুঝে এগিয়ে যাবো ইনশাল্লাহ।

#HabibAnam

    Comments:
  • ওহ! এইটা আগেই না বলবেন :-)
  • ababil means "many" as explained by scholars.

18-Jul-2017 3:24 pm

Published
18-Jul-2017