প্রতিটা আয়াতের প্রথম শব্দ। রিভিউ এর জন্য হেল্পফুল।
আলহামদুলিল্লাহ
হুয়াল্লাদি
হুয়া আল্লাহু
ওয়া মা
ফাকাদ
আলাম ইয়ারাও
ওয়া লাও নাজজালনা
ওয়া কালু
এই পৃষ্ঠাটা শেখা হয়ে গেলে দুপুরে গিয়ে দেখতে হবে কতটুকু মনে থাকে।
যে কোনো পৃষ্ঠা নামাজে পড়তে পারলে, ধরে নেয়া যায় শেখা হয়ে গিয়েছে।
তবে এক সপ্তাহ শেষ হবার আগে নামাজে পড়া উচিৎ হবে না। বরং রিভিউ।