Post# 1500304927

17-Jul-2017 9:22 pm


"শেখার জন্য কতটুকু সময় দিতে হবে?"

দিনকে চার ভাগে ভাগ করে। এর পর যে কোনো এক ভাগে ২০ মিনিট সময় দিতে হবে। বাকি তিন ভাগে প্রতিটায় ৫ মিনিট করে।

২০ মিনিট সময়টা যেমন ফজরের সময়ে দিলেন। বরকতের, অনেক মনে থাকে। নতুন আয়াতগুলো শিখলেন। এটা মুসহাফ, মানে কোরআন দেখে শিখতে হবে।

বাকি ৫ মিনিটগুলোতে মনে মনে রিভিউ। অজু না থাকলেও হয়। গাড়িতে, জ্যমে বা ওয়েট করছেন কিছু জন্য তখন। আওড়িয়ে দেখতে হবে কতটুকু মনে আছে। ভুলে গেলে মোবাইলে বা কম্পিউটারে দেখে নিতে হবে। মসজিদে জামাতের আগে পরে যে সময়টা আমরা অপেক্ষা করি, এর জন্য বেষ্ট।

মোবাইলের স্ক্রিনে কোরআন শরিফের আয়াত থাকলে, আয়াতগুলো স্পর্শ করা যাবে না অজু ছাড়া। লিখার সাইড দিয়ে টাচ করতে পারবেন।

    Comments:
  • প্লাস, সমূদ্রে তীরে জোয়ারের সময় পানি শহরের ভেতর চলে আসবে। এবং আরো বেশি সময় ধরে থাকবে।

17-Jul-2017 9:22 pm

Published
17-Jul-2017