সুরা আনআমের প্রথম পৃষ্ঠার সবগুলো আয়াত অর্থ সহ শেয়ার করেছি।
এখন এগুলো ভালো করে রেগুলার পড়ে মনে রাখতে হবে।
রেগুলার হলে ৩ দিনে এক পৃষ্ঠা শেখা যায়। সপ্তাহে ২ পৃষ্ঠা।
এর থেকে আগে আগে কখনো হলেও, সময় নেয়া ভালো। মানে, ৩ দিনের আগে ১ পৃষ্ঠা হলেও আগে না বাড়িয়ে সেটাই পড়তে থাকা।
আবার, ৩ দিনে না হলে যতদিন লাগে, ততদিন সময় নেয়া।
#HabibAnam
- Comments:
- 1. listen to the recording first, several times, repeatedly.
2. learn the meaning of the words. Assuming you know the basic grammar rules previously.
3. read, slowly without rushing.
4. don't give too much time on a single sitting. spread it out every six hours for a little time in each.Should take you a long way.