Post# 1500284574

17-Jul-2017 3:42 pm



আবার বলছি,
  • অধিকাংশ আলেমদের মত যেদিকে সেটাকে ঠিক জানা।
  • Niche কোনো point of view follow না করা।
  • ফতোয়া choose and pick না করা।
  • মূলধারা এবং জামাতের সংগে থাকা।


    "অমুক-তমুক আলেম বলেছেন এই" -- সলিড রেফারেন্স?

    না এটাই যথেষ্ট না। এটা মূলধারার আলেমদের মতের বিপরিত হলে বরং মূলধারার সংগে থাকবো।


    বিরোধিপক্ষের যুক্তি সমুহ:

    "আপনি বেশি পন্ডিতি যে দেখান -- খলকে কোরআনের পক্ষে ঐ সময়ে কয়জন ছিলো জানেন?"

    "সালাউদ্দিন আইয়ুবির সময়ে অধিকাংশ আলেম উনার বিপক্ষে ...."


    এর পরও ইতিহাসে লক্ষ ছোট দল, লক্ষ ছোট মত নিয়ে এসেছে। এযুগেও নেটে খুজলেও অন্ততঃ হাজার খানেক ছোট দলের হাজার আইডলজি পাওয়া যাবে। প্রায় সবাই ভুল।

    এখনো যখন কারো ব্যপারে শুনি "উনি কোরআন-হাদিস নিয়ে গবেষনা করেন।" বসে যাই উনার অদ্ভুত কথা শুনতে।

    উনি সাধারনতঃ বলেন, "এই সব মোল্লা মুন্সিরা কোরআন হাদিসকে বিকৃত করে ফেলেছে। আমি রিসার্চ করে পেয়েছি....।"

    এই "উনি"-এর জায়গায় বহু লোক বসাতে পারেন। সালমান এফ রহমানের বক্তব্য শুনেছেন?

    কয়জনেরটা অনুসরন করবো? আপনি যা বুঝেন সেটা? নাকি উনি যা বুজেন সেটা? নাকি আমি নিজে যা বুঝি সেটা?

    এদর কেউ কিন্তু বাইবেল বেদ পড়ে কথা বলছে না।


    বরং, বিরোধি দলের যুক্তিগুলো পাল্লায় তুলুন আর আমি যে মূলধারার সংগে থাকতে বলছি তার পক্ষের যুক্তিগুলো পাল্লায় তুলুন।

    এর পর কারটা ঠিক মনে হয়? যেটাই হোক সেই পথে চলুন।

    আপনি যা ভালো মনে করেন আপনি অনুসরন করবেন।
    আমি যা ভালো মনে করি সেটা আমার।

    আপনাকে দুনিয়াতে খুশি রেখার জন্য আপনার মত মেনে নিলে, আখিরাতে যদি আমি আটকিয়ে যাই -- তবে আমার পক্ষে ওকালতি করার জন্য তখন আপনাকে আল্লাহর কাছে পাওয়া যাবে না।


    হিদায়াতের জন্য যুক্তি বিদ্যা শেখার দরকার নেই।
    সব যুক্তি কাটাতে পারাও দরকার নেই।
    সব বিরোধি যুক্তির আবার বিপরতি যুক্তি জানা থকারও দরকার নেই।

    গ্রামের গরিব কৃষককে আল্লাহ তায়ালা হিদায়াতের উপর রাখেন, যদি সে মুখলেস হয়।


    রেলিভেন্ট
    "যাল্লাত ও শুযুযাত- আলেমদের বিরল ও বিচ্ছিন্ন মতের অনুসরণ"
    https://www.facebook.com/abdullah.al.mahmud.8/posts/1921463541468721

    আল্লাহ তায়ালা আমাদের হিদায়াতের উপর রাখুন।

    17-Jul-2017 3:42 pm

  • Published
    17-Jul-2017