Post# 1500242525

17-Jul-2017 4:02 am


আল-আনআম - ৭

وَلَوْ نَزَّلْنَا عَلَيْكَ كِتَابًا فِي قِرْطَاسٍ فَلَمَسُوهُ بِأَيْدِيهِم
لَقَالَ الَّذِينَ كَفَرُواْ إِنْ هَـذَا إِلاَّ سِحْرٌ مُّبِينٌ

যদি আপনার উপর কাগজের কিতাব নাজিল করতাম।
সেটাকে হাত দিয়ে ছুয়ে-
কাফেররা বলতো এটা পরিস্কার যাদু।

নতুন শব্দ,
কিরতাস : قِرْطَاسٍ কাগজ।

কমন শব্দ,
মাছুহ : মসেহ করে। ছোয়া, স্পর্শ।
সিহর : যাদু।
মুবিন : পরিষ্কার। বাংলায় "প্রাকাশ্য" অনুবাদ করা হয় অনেক সময়। "সাত মুবিন" কথাটা যারা শুনেছেন তারা মনে রাখতে পারবেন।

#HabibAnam

    Comments:
  • আল্লাহ তায়ালা যেন আমাদের হিফাজত করেন।

17-Jul-2017 4:02 am

Published
17-Jul-2017