Post# 1500181847

16-Jul-2017 11:10 am


আনআম - ৫
فَقَدْ كَذَّبُواْ بِالْحَقِّ لَمَّا جَاءهُمْ
فَسَوْفَ يَأْتِيهِمْ أَنبَاء
مَا كَانُواْ بِهِ يَسْتَهْزِئُونَ

হক আসার পরে তারা একে মিথ্যা বললো।
শিগ্রি তাদের কাছে সেই খবর আসবে
যা নিয়ে তারা হাসাহাসি করতো।

আম্বাউ : মূল শব্দ نبا অর্থ খবর। এ থেকে নবী-আম্বিয়া।
ইসতাহজাআ : হাসাহাসি করা। কমন শব্দ।

আরবী অনেক শব্দের প্রথমে است থাকে। এতে ঐ verb থেকে নতুন একটা শব্দ হয় যার অর্থ মূল শব্দের কাছাকাছি অন্য কিছু একটা। আমি ধরে নেই ঐ কাজটা constantly হলে যা বুঝায় است লাগালে সেরকম কিছু বুঝায়। যদিও বইয়ে ভিন্ন ব্যখ্যা দেয়া আছে।

key-words: হক - নবী - হাসাহাসি।

তিলওয়াতের লিংক প্রথম কমেন্টে। প্লে দিলে এই আয়াত থেকে আরম্ভ হবে ইনশাল্লাহ।

#HabibAnam

16-Jul-2017 11:10 am

Published
16-Jul-2017