আনআম - ৩
وَهُوَ اللّهُ فِي السَّمَاوَاتِ وَفِي الأَرْضِ يَعْلَمُ سِرَّكُمْ وَجَهرَكُمْ
وَيَعْلَمُ مَا تَكْسِبُونَ
উনি আল্লাহ, আসমানে জমিনে
জানেন তোমাদের গোপন-প্রকাশ্য
জানেন তোমাদের কামাই।
তাকসিবুন - মূল শব্দ كسب - অর্থ কামাই। কোরআন শরিফে বহুবার এসেছে। তাই জানা না থাকলে এখনই মুখস্ত করে ফেলতে হবে।
এরকম, সিররা-জাহরা = গোপন-প্রকাশ্য। এগুলোও কমন শব্দ কোরআনে।
একটু গ্রামার,
যে শব্দের শেষে "কুম" আছে তার অর্থ "তোমাদের"।
সিররাকুম-জাহরাকুম।
শেষ শব্দের "-উন" ও বহুবচনের জন্য। মানে তোমাদের।
যে কোনো শব্দের আগে ফি, মিন, লি في من لِ এ রকম শব্দ থাকলে ঐ শব্দের শেষে কাসরা [জের] হয়। জেনারেল রুল। এ জন্য ফিস-সামাওয়াতি, ফিল-আরদি হয়েছে। সামাওয়াতু আরদু এরকম হয় নি।
পাঠকরা এগুলো জানে ধরে নিয়ে আমি লিখছি। জানা না থাকলে বেসিক কিছু গ্রামার শিখে নিতে পারেন আলাদা করে।
_____
এভাবে প্রতি ৬ ঘন্টায় একটা করে আয়াত শিখে যেতে হবে।
আমি ৩টা-৯টা ৬ ঘন্টা ধরি।
আল্লাহ তায়ালা সহজ করুন।
#HabibAnam
- Comments:
- পরেরটার সাথে দিয়ে আগেরগুলো এডিট করে দেবো ইনশাল্লাহ।