আনআম - ২
هُوَ الَّذِي خَلَقَكُم مِّن طِينٍ
ثُمَّ قَضَى أَجَلاً
وَأَجَلٌ مُّسمًّى عِندَهُ
ثُمَّ أَنتُمْ تَمْتَرُونَ
তিনি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছেন।
এর পর ঠিক করেছেন সময়কাল।
আর সময়কাল ঠিক করা আছে উনার কাছে।
এর পরও তোমরা সন্দেহ করো।
এখানে নতুন শব্দ শেষের "তামতারুন"। অর্থ সন্দেহ। এটা মনে রাখতে হবে। এর root-word শব্দের সাথে বেশি মিশে গিয়েছে, তাই আলাদা করতে যাচ্ছি না।
বাকি "আযাল" মানে নির্দিষ্ট সময়কাল। দুই বার শব্দটা এসেছে।
"কাযা" আর "মুসাম্মা" দুটোর অর্থই "ঠিক করা" লিখেছি সহজ রাখার জন্য।
আসল অর্থ লিখতে গেলে আরেকটু লম্বা কথা আসবে। সেটা জানতে হলে তফসির পড়তে হবে।
আমি সংক্ষেপ রাখছি, কারন এখন আমাদের প্রথম উদ্যেশ্য আরবীটা মনে রাখা।
আয়াতটাকে অর্থ অনুযায়ি ছোট ছোট ভাগে ভাগ করে দিয়েছি। এভাবে শিখতে থাকলে একটা ছন্দ পাবেন। তিলওয়াতের যেই ভিডিওটা শেয়ার করেছি সেখানেও দেখবেন যিনি পড়ছেন তিনি এই ছন্দে পড়ছেন।
আবার সংক্ষেপে দ্বিতীয় আয়াত: মাটি - সময়কাল - সময়কাল - সন্দেহ।
আয়াতটা কয়েকবার শুনতে থাকলে মনে বসে যাবে।
উপরের চারটা key-word পরবর্তিতে মনে আনার জন্য সহায়ক হবে।
প্রথম ৮ আয়াত শিখতে পারলে ১ পৃষ্ঠা শেখা হয়ে যাবে। পুরো সুরা ২৩ পৃষ্ঠা। কিন্তু বলা হয় সফরের সময়ে শেষ পয়েন্টটা কত দূরে সেটা চিন্তা করতে হয় না। অনেক দূরে মনে হবে। হাটতে থাকলে একসময় দ্রুত রাস্তা শেষ হয়ে যায় ইনশাল্লাহ।
#HabibAnam