Post# 1500102112

15-Jul-2017 1:01 pm


আয়াত - ১,
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
____

الْحَمْدُ لِلّهِ
الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالأَرْضَ
وَجَعَلَ الظُّلُمَاتِ وَالنُّورَ
ثُمَّ الَّذِينَ كَفَرُواْ بِرَبِّهِم يَعْدِلُونَ

আলহামদুলিল্লাহ,
যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন,
আলো-আধার এনেছেন,
এর পরও কাফেররা শরিক করে।

সুরা আনআমের প্রথম আয়াত।

কাছাকাছি অর্থ, সংক্ষেপে বলেছি মনে রাখার জন্য।

নতুন শব্দ আমার কাছে এখানে ইয়া'দিলুন, শেষ শব্দটা।

এর রুট দেখে বুঝা যায় عدل অদল
অর্থ দ্রুত খুজে ধরে নিয়েছি "অদল-বদল" এর "অদল" এর কাছাকাছি কিছু হবে।

এর আগে জুলুমাত শব্দ আছে। এর অর্থ অন্ধকার। আগে জানা।

এই মুহুর্তে যেহেতু আমাদের মূল লক্ষ্য হলো আয়াতটা মনে রাখা, তাই তফসিরের কিতাবে সময় দিতে যাবো না। অর্থ কিছু ভুল-অসম্পূর্নতা থাকলে সেটা পরে ঠিক করা যাবে ইনশাল্লাহ। আরবীটা ঠিক মত মনে রাখলেই হলো। বাংলাটা সহায়ক।

কতক্ষন লাগতে পারে এই আয়াতটা মনে রাখতে?
তিলওয়াতটা বার বার শুনতে থাকলে কিছুক্ষনের মাঝে হয়ে যাবে ইনশাল্লাহ।

#HabibAnam

    Comments:
  • এখানে আয়াতের আরবী প্রতিটা শব্দের সাথে বাংলা মিলানো জরুরী। এটা না বুঝলে জিজ্ঞাসা করতে পারেন। আমি যতটুকু পারি সাহায্য করবো ইনশাল্লাহ।
  • indeed.

15-Jul-2017 1:01 pm

Published
15-Jul-2017