দয়ালু দয়াময় আল্লাহর নামে।
সত্য!
কোনটা সত্য?
জানেন কি সত্য?
আদ ছামুদ কিয়ামতকে মিথ্যা বলতো।
ছামুদদের হয়েছে এই, ধংশ হয়েছে লন্ডভন্ড হয়ে।
আদরা ধংশ হয়েছে শো-শো বাতাসে।
তাদের উপরে বয়ে গিয়েছিলো, সাত দিন আট রাত ধরে।
তাকালে দেখতেন, সে জাতি পড়ে আছে,
যেমন কাটা খেজুর গাছ থাকে পড়ে।
তাদের কিছু বাকি দেখেছেন?
ফিরআউন এসেছিলো। তার আগে আরো অনেকে।
পাপে উল্টানো সে শহরগুলো।
তাদের রবের রসুলের কথা শুনে নি,
তাই তাদেরকে ধরেছিলাম, কঠিন করে।
যখন পানি দিয়ে আমি ভাসিয়ে দিয়েছিলাম,
তোমাদেরকে তুলে নিয়েছিলাম জাহাজে।
একথা মনে রাখার জন্য।
শুনার কান যেন শুনে।
যখন শিংগায় ফু দেবে।
একটি ফু।
পাহাড় জমিন তুলে আছড়িয়ে ফেলবে।
এক আছাড়ে।
সেদিন কিয়ামতের দিন।
আকাশকে ছিড়ে ফেলবে।
সে দিন আকাশ হবে হালকা।
পাশে দিয়ে থাকবে ফিরিস্তাগন,
আট জনে মিলে,
আপনার রবের আরশকে উপরে তুলে ধরে।
তোমাদেরকে নিয়ে আসা হবে সবার সামনে,
গোপন আর গোপন থাকবে না।
যাকে কিতাব দেয়া হবে ডান হাতে
সে বলবে, দেখো! আমার কিতাব পড়ে।
আমি জানতাম, আমাকে এই হিসাবের মুখোমুখি হতে হবে।
সে সুখি জীবন পাবে।
উচু জান্নাত, ফলের থোকা যেখানে ঝুলে থাকে।
খাও, পান কর তৃপ্তির সাথে।
তোমরা আগের দিনগুলোতে যা পাঠিয়েছিলে সে কারনে।
যাকে তার কিতাব দেয়া হবে বাম হাতে,
সে বলবে হায়! যদি আমাকে এ কিতাব না দেয়া হতো।
জানি না, কী আমার হিসাব হবে।
হায়! যদি পারতাম একেবারে যেতে মিশে।
আমার মাল কোনো কাজে আসে নি।
আমার ক্ষমতাকে দেয়া হয়েছে শেষ করে।
তাকে ধরো, শিকলে বাধো।
আগুনে পুড়াও, ৭০ হাত শিকলে বেধে।
সে বিশ্বাস করতো না আল্লাহকে।
খাওয়াতো না মিসকিনদের।
আজ তার না কোনো বন্ধু আছে।
না কোনো খাবার আছে, রক্ত-পুচ বাদে।
যা কেউ খায় না, গুনাহগার বাদে।
কসম! যা দেখছো তার।
কসম! যা দেখছো না তার।
এটা সম্মানিত রসুলের কথা।
না কোনো কবির কথা, তোমরা সামান্যই বিশ্বাস করো।
না কোনো গনকের কথা, তোমরা সামান্যই চিন্তা করো।
বরং রাব্বুল আলামিন নাজিল করেছেন।
যদি সে আমার নামে বানিয়ে কিছু বলতো
তবে তার ডান হাত ধরে ফেলতাম।
এর পর তার ঘাড় দিতাম কেটে।
তোমাদের কেউ পারতো না তাকে বাচাতে।
এটা মুত্তাকিদের মনে করিয়ে দেবার জন্য।
জানি তোমাদের কিছু লোক একে মিথ্যা বলবে।
কাফেরদের জন্য হবে আফসোসের কারন।
এটাই সেই নিশ্চিৎ সত্য।
সোবহানাল্লাহ বলুন রাব্বিয়াল আজিম এর নামে।
- সুরা হাক্কা থেকে।
#HabibQuran
- Comments:
- Corrected. জাজাকাল্লাহ।