কয়েক সপ্তাহ আগে লন্ডনে গাড়িতে দুই মুসলিমের উপর এসিড এটাক।
কয়েক দিন আগে লন্ডনে বাংলাদেশি ক্রিকেটার তামিম আর তার স্ত্রীর উপর এসিড এটাকের চেষ্টার খবর। এর পর পরই দুজনের দেশে প্রত্যাবর্তন।
আজকের খবর লন্ডনে আরো পাচ জনের উপর এসিড এটাক। একজন অন্ধ হয়ে গিয়েছে।
লন্ডনে থাকলে, হিফাজতের দোয়াগুলো জানা থাকলে প্রতিদিন পড়বেন, ভুল না করে।
- Comments:
- এই আইডি হতে প্রায়ই হাবিবুরের আপডেট নিউজ দেই, যখনই কোনো আপডেট আসে।
কিন্তু হাবিবুর সাইটে এই আইডির লিংক দেই নি। মানে আমি ওয়েবসাইট থেকে এখানে মানুষ টানছি না। - তাতে কি? সাইটে যারা আসে তারা সাইট থেকে ফিরে যায়। লক্ষ আসলেও।
- পড়লাম। বুঝলাম তামিম আবার খেলায় ফিরে যেতে চাচ্ছে। উপরে "চেষ্টা" শব্দকে কে "খবর" দিয়ে রিপ্লেস করে দিচ্ছি।