১
একটা জিনিসকে সঠিক বা বেঠিক বুঝার জন্য এর বিপরিত প্রতিটা পয়েন্টকে মিথ্যা প্রমান করার দরকার নেই।
এই পক্ষের যুক্তিগুলো, এবং ঐ পক্ষের যুক্তিগুলো পাল্লায় তুলেন। যেটা স্পষ্টতঃই ভারি সেটা ঠিক। যদিও বিপক্ষে যুক্তি আছে। জাজমেন্ট পার্সন টু পার্সন ভিন্ন হতে পারে।
এ ক্ষেত্রে নিজের ইগো বা ভেলিডেশন ঠিক রাখার জন্য বিপক্ষের প্রতিটা যুক্তি একটা একটা করে কাটানোর চেষ্টা বোকামি, সময় নষ্ট।
২
রিয়েল লাইফে অধিকাংশ মানুষ এভাবে দু সাইড তুলনা করে বিচার করে। একে বলে বিচক্ষনতা।
কিন্তু এর পরও তর্কের পরিবেশ তৈরি হয়ে গেলে তারা বিরোধী পক্ষের প্রতিটা পয়েন্ট কাটানোর জন্য তর্কে ঝাপিয়ে পড়ে।
৩
মানুষের এই বদ-অভ্যাসটাকে ট্রেপ হিসাবে ব্যবহার করতে পারেন তর্কে জিতার জন্য।
বিরোধীকে ছোট একটা পয়েন্ট দেন যে পয়েন্টে আপনি নিশ্চিৎ জানেন সে জিততে পারবে না।
সে ঝাপিয়ে পড়বে তর্ক করার জন্য, হিউমেন নেচার। এবং হারবে।
আপনি জিতে গেলেন। :-)
#HabibEvilTip
- Comments:
- :-)