একটা গ্রুপ আমার পেছনে এত সময় দিচ্ছে কেন বুঝলাম না।
ভাইয়েরা, আমার মাত্র ১৫০ ফ্রেন্ড। লাইক পড়ে ৫০ টা।
আপনাদের ছোটখাটো আইডির ফ্রেন্ড ফলোয়ারও আমার থেকে ১০ গুন বেশি।
যেখানে দ্বিমত পোষন করেন সেখানে বিরোধিতার নামে আমাকে প্রমোট করার অর্থ দেখছি না।
আমার অবস্থান ক্লিয়ার রাখছি। এখানে লুকোচুরি, "কৌশলি" কিছু প্রথম থেকেই নেই।
এট লিষ্ট আমার চোখে পড়ছে না। আপনাদের কারো চোখে পড়লে জানাতে পারেন। :-)
- Comments:
- Indeed. In that case you shouldn't be listening to him with or without this video.
Other scholars might differ.
- বেশি ফেমাস হয়ে গেলে এই আইডি এবান্ডন করতে হবে। যা কিছু উপরে উঠে, আল্লাহ তায়ালা তাকে নিচে নামিয়ে দেয়। আল্লাহ তায়ালা নামানোর আগে নিজে সাবধান থাকা ভালো।
এর আগেও এরকম করেছি। আমার আইডি বেশি ফেমাস হয়ে গিয়েছিলো। :-)
- হাবিবুর কম এর থেকে এই আইডির লিংক দেই নি। @নিজাম ভাই।
ফ্রেন্ড+ফলোয়ার=১৯০০, লাইক ৫০ = ছোট একটা আইডি।
মাঝারি আইডির ফ্রেন্ড+ফলোয়ার থাকে ২০ হাজার। লাইক পাচ শত। @আবির।লাইক সংখ্যা দিয়ে রিডার বুঝা যায়।
ফেসবুক সেলিব্রিতিদের কথা আর বললাম না। মাঝারিতে শেষ করলাম।