Post# 1499941485

13-Jul-2017 4:24 pm


নিজের অবস্থান পরিষ্কার করা প্রয়োজন ছিলো।

মাজহাবের পক্ষে, আর এক্সট্রিমিজমে বিপক্ষে দুটো সিরিজের প্রতিটায় শুধু তিনটা পোষ্টে মূল কথাগুলো বলা হয়ে গিয়েছে। যে পথ খুজছে সে এর মাঝ থেকে পথ খুজে নিতে পারবে।

যদিও ধারনা করছিলাম লম্বা অনেক কথা বলতে হবে, কিন্তু তার প্রয়োজন দেখছি না। তর্কে কেউ জয়ী হওয়া মানে এই না সে হক। বরং হক অন্তরে আসলে অন্তর শান্ত হয়ে যায়। তর্কের স্পৃহা কমে আসে।

তাই এই প্রসংগগুলোতে এর থেকে বেশি কথা বলা দ্বারা আমার নিজের পথ ভ্রষ্ট হবার সম্ভাবনা আছে। শুধু নিজের অবস্থানটা পরিষ্কার করে বলে দিতে হবে। এর পর দলিল যে যার মত খুজে নিতে পারবে।

এর পরও যদি আর কিছু বলার প্রয়োজন বোধ করি, বলবো ইনশাল্লাহ।
তবে মূল কথা এটাই।

আল্লাহ তায়ালা আমাদের হক পথের উপর রাখুন।

13-Jul-2017 4:24 pm

Published
13-Jul-2017