Post# 1499766043

11-Jul-2017 3:40 pm


বেইস থিউরেম,

ধরি, খুব রেয়ার একটা রোগ। হাজারে এক জনের হয়। ডাক্তারের কাছে যাবার পর ডাক্তার আমাকে সেই রোগের টেস্ট দিলো।

টেস্টের রেজাল্ট আসে পজিটিভ। মানে আমার ঐ রোগটা আছে! নিশ্চিৎ?

ডাক্টার বললো, হুম তাই মনে হচ্ছে। এই টেস্ট খুব একুরেট। ৯৯% ক্ষেত্রে রেজাল্ট ঠিক আসে। শুধু ১% ক্ষেত্রে ভুল। মানে মাত্র ১% ক্ষেত্রে রোগটা কারো নেই তবুও দেখায় তার আছে।

আমার এই রোগ হবার পসিবিলিটি কতটুকু ধরবো? ৯৯%।

না! এখানে আসে Bayes' theorem. শুধু ঐ টেস্টের উপর ভিত্তি করে আমার রোগটা থাকার সম্ভাবনা আসলে মাত্র নয় পার্সেন্ট [৯%]!

কি করে? এই ভিডিওতে এর এক্সপ্লেনেশন আছে।

https://www.youtube.com/watch?v=R13BD8qKeTg&feature=youtu.be&t=2m20s

    Comments:
  • কিভাবে? তার ব্যখ্যা। ধরি কোথাও ১০০০ লোক আছে। যেহেতু হাজারে ১ জনের হয় তাই এর মাঝে ১ জনে সেই রোগটা আছে।

    এদের সবার টেস্ট করা হলো। যার রোগটা আছে তার পজিটিভ আসবে।
    এবং টেস্ট করলে যেহেতু ১০০ জনে ১ জনের ফলস পজিটিভ আসে, তাই হাজরে আরো ১০ জনের পজিটিভ আসবে যাদের রোগটা নেই।

    এভাব ১১ জন পজিটিভ পাবে। যাদের মাঝে সত্যি সত্যি মাত্র ১ জনের রোগটা আছে।

    পজিটিভদের কারো রোগ থাকার সম্ভাবা ১/১১ = ৯% মাত্র।

  • Apparently both uses the same input, but gives a view from a different angle on what the numbers mean.
  • অথচ আমার ধারনা ছিলো সবাই এই ব্যপারে সত্য কথা বলে।
  • অধিকাংশ এই ব্যপারে মিথ্যা বলে এটা সত্য। কিন্তু এই কথাটা আমি ফেসবুকে এসে জেনেছি। এর আগে বেশি সরল মনে যে যা বলে বিশ্বাস করে নিতাম।
    in that sense.
  • মাল্টি পার্টের এত বিশাল কমেন্টস/স্টেটাস আপনার পেইজে পোষ্ট করার অনুরোধ থাকলো Abdullah Muhammad Tareq, আমি মুছে দিচ্ছি। জাজাকাল্লাহ। :-)

11-Jul-2017 3:40 pm

Published
11-Jul-2017