#draft
১
স্টেইজে যত ম্যজিক মানুষ দেখায় কোনোটাতেই কোনো মন্ত্র, কালাম বা জ্বীনের কাজ বা কেরামতি টাইপের কিছু নেই। সবগুলো হাত সাফাই। প্রথম থেকে শেষ পর্যন্ত। এক্সপার্ট থেকে আনাড়ি সবার।
"ডেভিড কপারফিল্ড যে আকাশে উড়ে? এটা নিশ্চই জ্বীন?"
না। রশি দিয়ে বেধে তাকে উপরে তুলে।
"তলোয়ার দিয়ে যে কেটে ফেলে? এগুলো?"
সবগুলো ট্রিক।
ইউটুবে সার্চ করলে প্রতিটা ম্যজিকের ধাপে ধাপে কি ভাবে করছে ব্যখ্যা সহ দেখিয়ে দেবে। ডেভিড কপারফিল্ডেরগুলো সহ।
২
রেসলিং আর ক্যরাটের মাঝে পার্থক্য হলো
ক্যরাটেতে সর্বনিম্ন শক্তি দেখিয়ে এমন জায়গায় মারে যেন প্রতিপক্ষ সর্বোচ্চ ব্যথা পায়।
রেসলিংয়ে সর্বোচ্চ শক্তি দেখিয়ে এমন ভাবে মারে যেন প্রতিপক্ষ সর্বনিম্ম ব্যথা পায়।
রেসলিংয়ে লাফা লাফি ঝাপা ঝাপি করে ঠিক, কিন্তু মারগুলো যত দেখায় তত লাগায় না।
সত্যি সত্যি মারা মারি করলে দুই মিনিটে খেলা শেষ হয়ে যেতো।
- Comments:
- টাকা জরিমানা করা জায়েজ নেই। যতবড় পাপ করুক। আর টাকাটা খেয়েছে কে? নগদ প্রফিটের জন্য বিচারকরা অতি উৎসাহী ছিলো কিনা সেটা আমি প্রথমে দেখবো।