যেহেতু না চাইলেও প্যন্ডোরাস বক্স ওপেন হয়ে গিয়েছে, তাই বিসমিল্লাহ বলে আরম্ভ করলাম।
মাজহাবের পক্ষে - ১
প্রথমে কিছু কমন প্রশ্নোত্তর।
"ইসলাম একটাই। একে মাজহাবের নামে চার ভাগে করার অনুমতি কে দিলো?"
মাজহাব ঐক্যবদ্ধ করে। মাজহাব না থাকলে মানুষ যে যার মত কোরআন হাদিস পড়ে নিজের বুঝ মত একটা সমাধান বের করে নিতো। প্রত্যেকের নিজের মাজহাব। এই দেড় শ কোটি মাজহাবকে আল্লাহ তায়ালা চার টাতে একীভুত করেছেন।
"চারটা কেন? একটা না কেন?"
রাসুলুল্লাহ ﷺ এর একই কাজের বিভিন্ন সুন্নাহকে আল্লাহ তায়ালা এভাবে দুনিয়ার বিভিন্ন জায়গায় জীবিত রেখেছেন।
"একই মাজহাবের ইমামদের মাঝেও তো দ্বিমত আছে?!"
কম। যে যার মত কোরআন হাদিস পড়ে নিয়ম বের করার চেষ্টা করলে ১০০০ নিয়মে যদি ৭০০ টাতে দ্বিমত থাকে, তবে একই মাজহাবের ইমামদের মাঝে হয়তো হাজারে ২টায় দ্বিমত থাকবে।
"আমি যদি কোনো মাজহাব না মেনে শুধু কোরআন হাদিস অনুসরন করি?"
এটা জনপ্রীয় কথা। কিন্তু আমি কাউকে এখনো পাইনি যে, কোনো মাসলার মুখে শুধুমাত্র কোরআন বা হাদিসের কিতাব খুলে নিজে নিজে উত্তরটা বের করে নেয়।
#HabibHanafi
- Comments:
- আমি Comments friends only করে দেই। এবং ফ্রেন্ড লিষ্টে শুধু Friends দের রাখি।
তর্ক সাধারনতঃ Non-Friends রা করে। কমেন্ট থাকে প্রায় খালি। - গনহারে এড করা একটা টাইমবোম্ব। কারন একসময় না একসময় আপনি ৫০০০ হিট করবেন। এর পর periodically tiresome, search and unfriend scan চালাতে হবে।
ফেসবুকের এর অফিসিয়াল সলুশন হলো Follow অপশন।
- প্রবাদ হিসাবে।
- কোরআন শরিফের কোনো আয়াতের ব্যখ্যার জন্য আমি তফসিরের কিতাবগুলো দেখি। মূলধারার ৮-১০ টা। অভারঅল আইডিয়া পেয়ে যাবেন।