Post# 1499516091

8-Jul-2017 6:14 pm


ধ্রুব তারা বের করার জন্য উত্তর আকাশে দুটো তারকা মন্ডল চিনতে হয়। সপ্তর্ষি মন্ডল ও ক্যসিওপিয়া।

এই দুটো তারকা গ্রুপ ধ্রুব তারার দুই সাইডে অবস্থিত। তাই একটা ডুবে গেলেও অন্যটা দেখা যাবে। সারা বছরই দুটোর কোনো একটা দেখা যায় যদি আকাশ পরিষ্কার থাকে।

সপ্তর্ষিমন্ডল দেখতে অনেকটা hook এর মত। ক্যসিওপিয়া M বা W এর মত।

সফরের সময় বহুবার আমাকে এই তারকাগুলো দেখে নামাজের দিক ঠিক করতে হয়েছিলো। এখন আর লাগে না কারন মোবাইল ফোনে কম্পাস আছে।

নিচের ছবিগুলোতে এই দুটো তারকা মন্ডল থেকে কিভাবে ধ্রুব তারা বের করবেন সেটা দেখানো হলো। ছবিতে সপ্তর্ষি মন্ডলকে Big Dipper নামে দেয়া আছে।

#HabibAstro


    Comments:
  • ইসলামি পোষাক বলে।
  • এরপরও।
  • স্টেটাসের কমেন্ট অফ করে রাখলেও এই শান্তি পাবেন।
    তর্ক না করলেই হয়।

8-Jul-2017 6:14 pm

Published
8-Jul-2017