এক ভাই শায়েখ আসিম আল-হাকিমকে জিজ্ঞাসা করেছেন, "আমি কি এক মাজহাব থেকে কিছু, অন্য মাজহাব থেকে অন্য কিছু নিয়ে আমল করতে পারি?"
শায়েখ জবাব দিলেন, "না, এটা নিষেধ। এরকম পছন্দমত বাছাই করতে পারবেন না।"
লিংক কমেন্টে।
এটা শেয়ার করলাম কেন?
কারন হানাফি আলেমগন এ কথা সবসময়েই বলে আসছিলেন। কিন্তু যারা গ্রহন করতো না তারা এটা নিয়ে তর্ক বাড়াতো।
যারা "কোনটা ঠিক? কোনটা করবো? এত মত কেন?" প্রশ্ন করে করে কনফিউজড হয়ে যান। তাদের বলবো আগে স্বিদ্ধান্ত নিন আপনি কোন মাজহাব/মানহাজ/স্কুল অফ থট/ফিকাহ অনুসরন করেন।
একবার স্বিদ্ধান্তটা নিয়ে নিলে এর পর সহজ। এক মাজহাবে প্রায় সকল ক্ষেত্রে কেবল একটা মত পাবেন। সেটা হলো ঐ মাজহাবের মত।
- Comments:
- https://twitter.com/Assimalhakeem/status/876112004465012736?s=09
- মাসলা মাসায়েলের উত্তর দেন, এমন কাউকে পাবেন না যে কোনো না কোনো কারনে বিতর্কিত না।
- আল্লাহ তায়ালা উনাকে উত্তম প্রতিদান দান করুন।
- এই পোষ্টের টার্গেট সালাফিরা মূলতঃ। এবং সালাফিদের উনার ব্যপারে বেশি আপত্তি নেই।