Post# 1499489383

8-Jul-2017 10:49 am


রাতে ধ্রুবতারা দেখে মানুষ উত্তর দিক চিনে। উত্তর বের করতে পারলে বাকি সব দিক জানা যায়।

ধ্রুব তারা ছাড়া অন্যান্য তারাগুলো আকাশে ঘুরতে থাকে তাই সেগুলো দেখে দিক বুঝা যায় না।

নিচের ছবিতে আকাশের তারাগুলো কিভাবে ঘুরে সেটা দেয়া আছে। Long exposure picture. ছবিতে যে পয়েন্ট ঘুরার চক্রের কেন্দ্রে, এবং সে কারনে স্থির এবং ঘুরে না, সেখানেই ধ্রুব তারা।

অস্ট্রেলিয়া বাসিরা ধ্রুব তারা দেখতে পারে না। তাদের অন্য সিসটেম। বাংলাদেশে দেখা যায়।

পরবর্তি পোষ্ট ইনশাল্লাহ: ধ্রুব তারা চিনবো কি করে?

#HabibAstro

8-Jul-2017 10:49 am

Published
8-Jul-2017