Post# 1499456292

8-Jul-2017 1:38 am



পুলিশরা কি সৎ?

এর গ্রহনযোগ্য প্রমান হলো অন্যান্য পেশাজীবিদের মাঝে সততার পার্সেন্ট বের করা। এর পর পুলিশদের মাঝে সততার পার্সেন্ট বের করা। এর পর দেখানো অন্যান্য পেশাজীবিদের থেকে পুলিশ বেশি সৎ বা অসৎ।


এর "চটুল যুক্তি" হলো একের পর এক উদাহরন দিয়ে যাওয়া:
অমুক পুলিশ তমুক জায়গায় এই সাহায্য করেছে।
আরেক পুলিশ ঐ ঘটনায় এই সততা দেখিয়েছে।
আন্য পুলিশ এই রকম সৎ কথা বলেছে।

এর পর শেষে যোগ করা: "আর কত উদাহরন দরকার আপনাদের বুঝতে যে বাংলাদেশের পুলিশ সৎ?"

এই প্রমানে সমস্যা কি?

সমস্যা Cherry picking. এরকম হাজার ভালো উদাহরন দেয়া যেতে পারে পুলিশ সম্পর্কে। এর পরও দেশের ৯৯% পুলিশ অসৎ হতে পারে।


মুহাদ্দিস মানেই কি ফকিহ?

জানা নেই। তবে এটা প্রমানের ভুল পথ হলো একের পর এক মুহাদ্দিসের উদাহন দিয়ে যাওয়া যারা ফকিহ ছিলেন।

হাজার মুহাদ্দিস ফকিহ হতে পারেন। এর পরও হাজার মুহাদ্দিস ফকিহ নাও হতে পারেন।

8-Jul-2017 1:38 am

Published
8-Jul-2017