শীতের রাতে উপরে তাকালে আকাশের এক জায়গায় দেখা যায় অনেকগুলো উজ্জল তারা ঘিঞ্জি হয়ে আছে।
অনেকে এটাকে মনে করে সপ্তর্ষি মন্ডল। কিন্তু এটা সপ্তর্ষি মন্ডল না। এর পরিচিতি seven sisters হিসাবে। বাংলায় নাম কি জানি না। সপ্তর্ষি মন্ডল থাকে উত্তর আকাশে, এবং এরকম ঘিঞ্জি না, দূরে দূরে সাতটা তারা।
খালি চোখে seven sisters এ সাধারনতঃ ৬ টা তারা দেখা যায়। প্রচন্ড আধার রাত হলে সর্বোচ্চ ১৫ টা।
এই তারাগুলো আছে আমাদের গ্যলাক্সিতে কাছা কাছি একই জায়গায়। ৫০০ লাইটইয়ার দূরে। এক নেবুলাতে। এক সাইড থেকে অন্য সাইড দূরত্ব ১৫ লাইটইয়ার।
আকাশে star cluster বা তারকা পুঞ্জ অনেক আছে।
এটা পৃথীবির সবচেয়ে কাছের একটা।
#HabibAstro