১
চেতনা আর ধর্মের সংঘাতটা বাংগালিদের মাঝে নতুন না।
১৯০০ শতাব্দির প্রথম দিকে বৃটিশ আমলে এ দেশে দুটো পত্রিকা ছিলো
প্রতিষ্ঠাতা আর লিখকদের নামের তালিকাতে দুটোতেই মুসলিমদের পাবেন। দুটোই এই দেশের। কোনোটাই পাকিস্তানের না। তখনো স্বাধিনতা যুদ্ধ হয় নি।
কিন্তু দুটোর মাঝে প্রচন্ড দন্ধ ছিলো সেই বৃটিশ আমল থেকে। দ্বন্ধটা ছিলো মিনিমাল ইসলাম থাকবে নাকি মেক্সিমাম সেটা নিয়ে।
আর এ প্রজন্মে আমরা এই দ্বন্ধ দেখে ভাবছি এটা নতুন সংঘাত।
কি করে জানলাম? সওগাতের সম্পাদক নাসিরুদ্দিনের নিজের কথায়। উনি ৯০ দশক পর্যন্ত বেচে ছিলেন। শত প্লাস জন্মদিনও পালন করতেন মিডিয়ার সামনে।
২
আমাদের সময়ে "অ আ ক খ" শেখার জন্য ছিলো আদর্শলিপি। এতে ঋ তে ঋষি শেখাতো চিরাচরিত নিয়মে। মুসলিমদের কিছু? "গনি মিয়া গরিব কৃষক। তাহার নিজের কোনো জমি নাই..."
পরে স্কুল জীবনেই দেখেছি "অ আ" এর এমন বই বের হতে যাতে চন্দ্রবিন্দু পর্যন্ত সবগুলোই ইসলামি কোনো শব্দ দিয়ে শেখায়। খুব খুশি হয়েছিলাম আমরা সবাই এটা দেখে।
৩
এখন "ওড়না দাও" নিয়ে দ্বন্ধ। নতুন ভার্শনে এটা সরিয়ে, দেয়া হয়েছে "ওজন মাপো"। যে মেয়েটা ওজন মাপছে তার কি ওড়না আছে? should I care?
যারা এর বিরোধি তারা একসময় রাজাকারের ফাসি চাই আন্দোলন করতো।
রাজাকারদের ফাসি হয়ে গিয়েছে।
তবে দ্বন্ধটা রয়ে গিয়েছে। এটা শত বছর পুরানো।
#HabibRant