Post# 1499339465

6-Jul-2017 5:11 pm


প্রসংগ : বিয়ে


রমজানে বিয়ে প্রায় বন্ধ থাকে। শাওয়াল মাসে বিয়ে আরম্ভ হয়। শাওয়াল মাস ঐতিহাদিসক ভাবে মুসলিমদের জন্য বিয়ের মাস হিসাবে প্রচলিত।


বিয়ের সময় অন্য যে কোনো কিছুর উপর স্থান দিতে বলে হয়েছে দ্বিনদ্বারিকে। তবে এটা ছেলেদের জন্য। তাকে বলা হচ্ছে মেয়ের দ্বিনদ্বারিকে প্রাধান্য দিতে।


হানাফি মাজহাবে মেয়কে বিয়ে দেবার আগে কুফু দেখে বিয়ে দিতে বলা হয়েছে। মানে ছেলে হতে হবে মেয়ের সমান যোগ্যতার বা তারা থেকে উপরে। এটা সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা-চাকরি, বংশ সব মিলে।


ফেসবুকে অনেক পোষ্ট দেখা যায়, "বড়লোকের মেয়েকে আমার সাথে বিয়ে দিতে রাজি না। তারা কিসের দ্বিনদ্বার?"

এটা ভুল কথা। মেয়ের বাবা কুফু মিলিয়ে বিয়ে দেবে। এটাই দ্বিনদ্বারি। বরং ছেলের উচিৎ নিজের থেকে একটু সাধারন ঘরের দ্বিনদ্বার মেয়ে দেখা।


ক্লাসিক্যলি মুসলিম সমাজে এটা প্রচলিত ছিলো যে ছেলে তার সমান বা তার থেকে একটু সাধারন ঘরে বিয়ে করবে। মেয়ের বাপ নিজের মেয়েকে বিয়ে দেবে তার থেকে একটু উপরের ঘরে।

এটা বর্তমান কালে এ দেশে আমার মনে হয় কেমন উল্টে যাচ্ছে। ছেলেরা বিয়ে করছে নিজের থেকে একটু উচু ঘরের মেয়ে।


একজন একটা উদাহরন দিয়েছিলো।
বিয়ের বয়সে সব ম্যচড

    Comments:
  • vocal minority: একটা দলে লোক কম। কিন্তু তারা এত জোরে চিৎকার করে কথা বলে যে মনে হয় তারাই সংখ্যায় বেশি।
  • রিভিউয়ের রিভিউ: রিভিউয়ে কোরআনের পরিচিতি, কোরআনের গুরুত্ব এগুলোর উপর না লিখে সরাসরি বইয়ের রিভিউয়ে চলে গেলে ভালো হতো। বইয়ের উৎস কি সেটা লম্বা করে না লিখে এই বইটা কতটুকু কাজের, সহজ, কঠিন, কি ভাবে আরো ভালো হতো এসব লিখলে আরো ভালো বুঝা যেতো বইটা কেমন।
  • নিজেকে খুজে নিতে হবে ভাই। That's a million dollar question.
  • ঘন্টায় ৫০০ * ৮ ঘন্টা/দিন * ২৫ দিন/মাস = ১ লক্ষ টাকা মাসে :-o
  • ২০০ টাকা চাইলেও তো মাসে ৪০ হাজার টাকা। যে বাজারে প্রোগ্রামার খুজে ৮ হাজার টাকায়।

6-Jul-2017 5:11 pm

Published
6-Jul-2017