Post# 1499188575

4-Jul-2017 11:16 pm


শীতের আকাশে মাথার উপর তিনটা উজ্জল তারা দেখা যায়। ধনুকের মত। এটার নাম অরিয়ন। বাংলায় কালপুরুষ।

এর মাঝে কুয়াশার মত দেখতে একটা জায়গা আছে। ১ ডিগ্রি এলাকা নিয়ে। সূর্য বা চাদ যত বড় দেখা যায় সেরকম বিস্তার।

তবে এটা একটা নেবুলা, বাংলায় নিহারিকা। খালি চোখেও দেখা যায়। এবং পৃথিবী থেকে এই নেবুলাকে সবচেয়ে উজ্জল দেখা যায়।

নেবুলা আকাশের বিশাল জায়গা নিয়ে বিস্তার করে। মূলতঃ হাইড্রজেন গ্যস আর অন্যান্য মেটেরিয়ালের ধুলা। দূর থেকে দেখলে মেঘের মত মনে হয়। এই গ্যস থেকে হয় তারা। অরিয়নে এখন ৭০০ তারা আছে।

যে কোনো গ্যলাক্সির ভেতর সবচেয়ে বড় স্ট্রাকচার হলো নেবুলা।

এই অরিয়ন নেবুলার একটা ছবি ডিএসএলআর এ তোলা। আমার তোলা না, কালেকটেড।

#HabibAstro

    Comments:
  • সংক্ষপে অরিয়ন। সব লিখলে মানুষ মনে করবে আমি পন্ডিতি ফলাচ্ছি। :-) তাই মিনিমাল লিখি। যতটুকু না লিখলেই না। :-D

4-Jul-2017 11:16 pm

Published
4-Jul-2017