Post# 1499110345

4-Jul-2017 1:32 am



এখন থেকে ঠিক ১০ বছর আগে। বিচার বিভাগকে পৃথকি করনের হুজুগ তুলেছিলো তৎকালীন তত্তাবধায়ক সরকার।

সবাই এর পক্ষে, আমিও।

তবে দেশে শুধু একজন ছিলেন বিপক্ষে। ফরহাদ মাজহার। যাকে আজকে অপহরন করা হয়।

উনার কথা ছিলো রাষ্ট্রের প্রত্যেকের একটা জবাবদিহিতা থাকতে হয়। কেউ স্বাধিন না। বিচার বিভাগেরও জবাবদিহিতা থাকতে হবে। একেবারে স্বাধিন হলে এটা ক্ষতিকর হবে।

তবে জনগন ছিলো উনার মতের বিপক্ষে। তখন সবার অগাধ আস্থা বিচার বিভাগের উপর। They were the heroes.

পত্রিকায় উনার লিখা সব কলামের সাথে এগ্রি করতাম ঐ সময়ে। এই পয়েন্ট ছাড়া। এগ্রি করতে পারি নি।

দুই দিন এর উপর লিখার পর উনি লিখা বন্ধ করে দেন। হয়তো সবাই বিরোধিতা করছিলো বলে।


আজ ঠিক ১০ বছর পর।

এত স্বাধিন বিচার বিভাগ এর আগে কখনো দেশে হয় নি।

এবং আজকেই আদালতের রায়। বিচারপতিকে এই দেশের কেউ সরাতে পারবে না। উনারা যাই করুক না কেন। না প্রেসিডেন্ট পারবে, না প্রধানমন্ত্রী, না কোনো কাউন্সিল, না সংসদ।

সবগুলো পথ বন্ধ করে দেয়া হয়েছে।

আদালতে এটা নিয়ে আইনজীবি-বিচারকের বাতচিৎ পড়ছিলাম পত্রিকায়।
ইন্টারেস্টিং।


১০ বছর পর বুঝছি ফরহাদ মাজহার এমন জিনিস দেখেছিলেন যেটা আমি তখন দেখতে পারি নি।

Just keep watching.

4-Jul-2017 1:32 am

Published
4-Jul-2017