ঘটনাবহুল দিন,
১। ভারতে গরুর নামে মুসলিম হত্যার প্রতিবাদ করার পর ফরহাদ মাজহার অপহৃত। বর্ডার থেকে উদ্ধার।
২। কাতারকে সৌদি আরো ২ দিন সময় দিয়েছে দাবি মানার। সময় দেয়ায় কি হবে? এটা কাতারও জানে না। কুয়েত অনুরোধ করেছিলো।
৩। গাজিপুরে বয়লার বিষ্ফোরনে এইবার ঈদে ৯ জন নিহত। গত ঈদে টংগিতে বয়লার বিষ্ফোরনে নিহত হয়েছিলো ২৪ জন। এবং গত বছর গাজিপুরে আরেক বয়লার বিষ্ফোরনে নিহত হয়েছিলো ৫ জন।